মতামত:
মানুষ ভ্রমণ করতে পছন্দ করে। ভ্রমণ মেধাকে বিকশিত করে এবং মনকে পরিচ্ছন্ন রাখে। ডিসেম্বর-জানুয়ারি এই দুই মাস বাংলাদেশের প্রধান ভ্রমণ সময়।বাংলাদেশ অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। ভ্রমণের জন্য এদেশে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, সুউচ্চ পাহাড় এবং বিস্তীর্ণ হাওর ও চা বাগান। শীতকালে এসব স্থান পর্যটকদের পদচারণায় মুখরিত হয় এবং প্রতিটি পর্যটন কেন্দ্রে শুরু হয় উপচে পড়া ভিড়। পর্যটন কেন্দ্র রয়েছে স্থায়ী এবং অস্থায়ী অনেক খাবার হোটেল। এক শ্রেণীর অসৎ ও লোভী হোটেল মালিকরা দর্শনার্থীদের সংখ্যাধিক্য দেখে খাবারের মূল্য কয়েকগুন বৃদ্ধি করে দেয়। দূর-দুরান্ত থেকে ছুটে আসা ভ্রমণ পিপাসুরা অনন্যোপায় হয়ে বেশি দামে খাবার ক্রয় করতে বাধ্য হয়, যা অত্যন্ত দুঃখজনক। পর্যটকদের সুবিধার্থে এবং ভ্রমণ খরচ কমাতে খাবারের ন্যায্য মূল্য নির্ধারণ করা আবশ্যক। যেসকল অসৎ ব্যবসায়ীরা বিনা কারণে খাবারের মূল্য কয়েকগুণ বেশি আদায় করে তাদের বিরুদ্ধে প্রশাসন ও কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ করছি।
লেখক,
মো: মমিনুল ইসলাম।
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এবং সদস্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক, ইসলামি বিশ্ববিদ্যালয় শাখা
Leave a Reply