জামালপুর প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জে পাইপগান ও কার্তুজ সহ আটক খোরশেদ আলম (৫৬) ওরফে আলম ডাকাতকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ জানুয়ারি) রাত নয়টার দিকে পৌর শহরের চুলকানি বিল পাম্পুতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক খোরশেদ আলম পৌর শহরের ডালবাড়ি এলাকার শামছুল আলমের ছেলে।
পরে শনিবার (১২ জানুয়ারি) তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর জামালপুর জেলা আদালতে পাঠালে দেওয়ানগঞ্জ আমলি আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পৌর শহরের চুলকানি বিল পাম্পুতলা এলাকায় অভিযান চালিয়ে ছয় মামলার আসামি খোরশেদ আলম কে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, বিশেষ অভিযানে আলম ডাকাতকে পাইপগান, কার্তুজসহ আটক করা হয়েছে। আলমের বিরুদ্ধে হত্যা, দস্যুতা, অস্ত্র ও মাদক মামলা সহ মোট ৬টি মামলা রয়েছে। অস্ত্র আইনে মামলা দায়েরের পর শনিবার তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
Leave a Reply