এনামুল হক সরকার,রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে শীতকালীন ফসল সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।কৃষি জমিতে অল্প খরচে বাড়তি ফসল উৎপাদনে জনপ্রিয় হয়ে উঠছে এ উপজেলার কৃষকের কাছে।যেদিকে দু-চোখ যায় শুধু হলুদের সমারোহ।সেখানে প্রকৃতিও ছেয়ে গেছে যেন! হলুদ রঙে।
বাংলাদেশের জনপ্রিয় ভোজ্য তেল সরিষা তেলের উৎপাদনের জন্য একমাত্র উপকরণ হলো এই সরিষা।রাজারহাট উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে,গতবছরের তুলনায় এ বছরে সরিষা চাষাবাদ বৃদ্ধি পেয়েছে।বিদ্যানন্দ ইউনিয়নের তিস্তা চরে দায়িত্ব থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা আবু তাহের বলেন,চলতি মৌসুমে কৃষকদের জন্য ১কেজি সরিষা বীজ ১০কেজি বিএমপি সার ও ১০ কেজি এমওপি সার প্রনোদনা হিসাবে দেয়া হয়েছেএবং কৃষকদের চাষাবাদের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে।কৃষক সাহের কুড়িগ্রাম সংবাদ’কে বলেন,এবছর ৪বিঘা জমিতে সরিষা চাষ করেছি। বর্গাচাষী আব্দুর রহিম বলেন,আবহাওয়া ভালো থাকলে বাম্পার সরিষার ফলন পাবো।প্রতি বিঘায় ১৪-১৮ হাজার টাকা আয় হবে।এবছর সরিষার আবাদ বেড়েছে এজন্য আমরা কৃষি কর্মকর্তার নিকট থেকে ফলন বৃদ্ধি এবং পোকামাকড়ের আক্রমণ নিয়ন্ত্রণের পরামর্শ নিচ্ছি।উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী বলেন,এবছর উপজেলায় ১৩৬৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে এবং বিঘা প্রতি ৫-৬ মণ করে সরিষার ফলন হবে বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply