অনলাইন ডেস্ক:
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের সব পাঠ্যবই পিডিএফ আকারে প্রকাশ করেছে। এই বইগুলো এখন সবার জন্য ডাউনলোডযোগ্য এবং এতে ইংরেজি ভার্সনও রয়েছে।
যারা এসব বই ডাউনলোড করতে চান, তারা এনসিটিবির অফিসিয়াল ওয়েবসাইট (nctb.gov.bd) এ গিয়ে প্রয়োজনীয় বইগুলো নামিয়ে নিতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পর, নোটিশ বোর্ডে ‘২০২৫ শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তকের তালিকা’ বা পাঠ্যপুস্তক মেনু থেকে ‘২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা’ নির্বাচন করতে হবে। এরপর প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের আলাদা লিঙ্ক পাওয়া যাবে। যে স্তরের বই প্রয়োজন, সেখানে ক্লিক করে বইগুলোর তালিকা দেখতে পারবেন এবং ডাউনলোড অপশন ব্যবহার করে পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন।
এছাড়া, সরকারের উদ্যোগে দেশের অভ্যন্তরেই সব বই ছাপানোর কাজ শুরু হয়েছে। সম্প্রতি, ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়েছে, প্রতিবেশী দেশে বই ছাপানোর ফলে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই, সরকার দেশের প্রিন্টিং খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বইগুলো স্থানীয়ভাবে ছাপানোর ব্যবস্থা করেছে।
শফিকুল আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ইতোমধ্যে ১১ কোটির বেশি বই ছাপানো হয়েছে, যা প্রিন্টিং খাতের জন্য গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, আগামী বছর থেকে এ কাজ আরও সুষ্ঠুভাবে পরিচালিত হবে এবং বইগুলো সঠিক সময়ে পাওয়া যাবে।
তিনি বলেন, ‘১ জানুয়ারি থেকে বইগুলোর পিডিএফ ফরম্যাট প্রকাশ করা হয়েছে এবং অনেক স্কুল ইতোমধ্যে সেগুলো ডাউনলোড করেছে। এমনকি গ্রামীণ স্কুলগুলোও তাদের প্রয়োজনীয় বইয়ের পিডিএফ সংগ্রহ করতে পারছে, যা পুরো দেশের জন্যই সহজলভ্য।’
Leave a Reply