অনলাইন ডেস্ক:
পঞ্চগড়ের তাপমাত্রা সকাল ৬টায় তেঁতুলিয়ায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় ঘণ্টার ব্যবধানে আর কমে তাপমাত্রা। সেখানে তা। তিনপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রির ঘরে নেমে গেছে। শুক্রবার সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ।তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রির ঘরে নেমে গেছে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
Leave a Reply