বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৭ জন আহত হন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
সংঘর্ষের ভিডিও ধারণ করায় অনলাইন সংবাদমাধ্যম বিডিএন৭১-এর বেরোবি প্রতিনিধিকে আক্রমণ করে লাইভ সম্প্রচার বন্ধ করে দেন এমআইএস বিভাগের আসাবুজ্জামান নামের এক শিক্ষার্থী। সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকও ভাঙচুর করা হয়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৫০৯ নম্বর কক্ষের আসন নিয়ে দ্বন্দ্বের জেরে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সুমন এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শুভ তর্কে জড়ান। কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীর সিটকে কেন্দ্র করে এ সংঘর্ষ বাধে।
ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগের শিক্ষার্থীরা বলেন, হলের সিট নিয়ে তর্ক হয়েছে হলে। সে নিয়ে আমাদের গেইটের সামনে আটকিয়ে মারমুখী হয়ে ওঠে এমআইএসের ছেলেরা।
ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের আহত শিক্ষার্থীরা জানান, হলের ঝামেলাটা মিউচুয়াল করতে গেলে গেইটের সামনে আমাদের ডেকে নিয়ে তারা মারতে আসে। যার ফলে এই ধরণের ঘটনা ঘটে।
এ বিষয়ে বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ আমির শরীফ বিডিএন৭১-কে বলেন, যার যার আসন বরাদ্দ করা হয়েছে, শুধু তারাই আসন পাবে। এর বাইরে আসন পাবার কোনো সুযোগ নাই। এই ঘটনার ব্যবস্থা অবশ্যই গ্রহণ করব আমরা।
সাংবাদিকদের হেনস্থার বিষয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. ইলিয়াস প্রামাণিক খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করার কথা জানান।
তবে বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ নিয়ে প্রক্টরিয়াল বডির কেউ মন্তব্য করেননি। তারা বলেন, “ঘটনার মীমাংসা হওয়ার পর বিস্তারিতভাবে আপনাদের জানানো হবে।”
Leave a Reply