বখতিয়ার আহমেদ নাসিফ, বেরোবি প্রতিনিধি:
রংপুরের যাদবপুর গ্রামের ১০০ জন শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে লাল সবুজ সোসাইটি। রংপুর জেলা শাখা লাল সবুজ সোসাইটি ও জেসিআই ঢাকা ফাউন্ডার্স এর সম্মিলিত উদ্যোগে এই কার্যক্রম আয়োজিত হয়।
আজ সোমবার (৮ জানুয়ারি) জেসিআই ঢাকা ফাউন্ডারস এবং লাইটশোর নেটওয়ার্কের সহযোগিতায় যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ কার্যক্রম আয়োজন করে রংপুর শাখা লাল সবুজ সোসাইটি।
লাল সবুজ সোসাইটির রংপুর জেলা টিমের সভাপতি সাদিয়া ইয়াসমিন জানান, “ বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম এবং পঞ্চগড়ের মতো এলাকাগুলো শীতে তীব্র ঠাণ্ডার সম্মুখীন হয়, যা এই অঞ্চলের মানুষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। শীতার্তদের কষ্ট লাঘবে এই কার্যক্রম নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বেশিচালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করছি।”
সংগঠনের সাধারণ সম্পাদক আরবাজ হোসেন রুমান বলেন, লাল সবুজ সোসাইটি সারা দেশে মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় শীতের তীব্র কষ্ট লাঘবে রংপুরের প্রত্যন্ত অঞ্চলে ১০০টি কম্বল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানান।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং সমাজসেবক ও সংগঠক খন্দকার আব্দুল হাসনাত ফখরুল আলম।
Leave a Reply