কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
সাতসকালে ‘খুব অস্বাস্থ্যকর’ হয়ে উঠেছে ঢাকার বাতাস। বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় এখন শহরটির অবস্থান দ্বিতীয় এবং স্কোর ২০৫। এখন শীর্ষ স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, স্কোর ২১৯।
বুধবার সকাল ৮টা ৩৮ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সে এ তথ্য পাওয়া গেছে।
সূচকে এখন তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ১৯৪; চতুর্থ স্থানে রয়েছে নর্থ মেসেডোনিয়ার স্কোপজে, স্কোর ১৯২; পঞ্চম স্থানে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনসাসা, স্কোর ১৯০; ষষ্ঠ পাকিস্তানের লাহোর, স্কোর ১৮৬; সপ্তম পাকিস্তানের করাচি, স্কোর ১৮৪; অষ্টম উগান্ডার কামপালা, স্কোর ১৭০; নবম থাইল্যান্ডের ব্যাংকক, স্কোর ১৬৯; দশম স্থানে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ১৬৪।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০০-এর বেশি হলে তা বিপজ্জনক বলে ধরা হয়।
Leave a Reply