এনামুল হক সরকার ,রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রশিদের বসতবাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন দক্ষিণে অবস্থিত বসতবাড়িতে গত সোমবার দিবাগত-রাত আড়াই ঘটিকায় সীমানা প্রাচীর টপকিয়ে ঘরে প্রবেশ করে গচ্ছিত নগদ সাড়ে ৫লাখ টাকা ও সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে সংঘবদ্ধ মুখোশধারি চোরেরা।দুর্ধর্ষ চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজারহাট থানা পুলিশ।
ঘটনাস্থল পরিদর্শনকারী এসআই বাবুল বলেন,এটা চুরি, ডাকাতি হলে অস্ত্রের মুখে জিম্মি করবে,মারধর করবে।এগুলোর কোনটিও নেই। এ ঘটনায় ভূক্তভোগীকে থানায় অভিযোগ দেয়ার কথা বলা হয়েছে।ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানান,ঘটনার দিন সোমবার(৭জানুয়ারী) রাত আনুমানিক আড়াইটা থেকে ৩টার মধ্যে ৭/৮ জনের মুখোষধারী একদল চোর ওয়াল টপকে বাড়ীর উত্তর পশ্চিম রুমের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অবস্থানরত সদস্যের হাত-পা গামছা দিয়ে বেঁধে রেখে আলমারীর চাবি চান। চাবি পেয়ে তারা আলমারী ও ড্রেসিংয়ের ড্রয়ার খুলে নগদ ৫লাখ ৪৫হাজার ৫শ টাকা এবং সাড়ে ৫ভরি স্বর্ণালংকার,২টি এন্ডোয়েড ফোন ও মূল্যবান কয়েকটি শাড়ী কাপড় নিয়ে দ্রুত সটকে পড়ে চোরের দল।
বাড়ির মালিক অবসরপ্রাপ্ত সেনা সদস্য আ: রশিদ মিয়া জানান,তাহার মাথার উপড়ে কুরআন শরিফ দিয়ে মুখোশ পরিধানে চোরেরদল বলেন, বিষয়টি যেন কাউকে না বলা হয় এবং জানাজানি করলে পরবর্তীতে প্রাণে মেরে ফেলারও হুমকী দেয়া হয়েছে। রাজারহাট থানা অফিসার ইনচার্জ(ওসি) মো: আশরাফুল ইসলাম বলেন থানা পুলিশ তদন্ত করছে।অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply