কুড়িগ্রাম প্রতিনিধি:
৭ জানুয়ারি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের ভ্যান থেকে হাতকড়া পড়া অবস্থায় লাফ দিয়ে মাদক সহ আটক স্বামী-স্ত্রী পালিয়ে গেছেন। রবিবার ( জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের বাবুরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভূরুঙ্গামারী থানার অফিসার ইন চার্জ (ওসি) মুনিরুল ইসলামকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। একই সাথে অভিযানে যাওয়া ভূরুঙ্গামারী থানার এক উপ-পরিদর্শক (এসআই) ও এক সহকারী উপ-পরিদর্শক(এএসআই) সহ ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাসুদ রানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
পালিয়ে যাওয়া মাদক কারবারি হলেন হাফিজুর রহমান ও তার স্ত্রী সমেলা বেগম। তারা উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের বাবুরহাট এলাকার বাসিন্দা। অভিযানে তাদের জিম্মায় থাকায় ১ হাজার ৬২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের বাবুরহাট এলাকায় অভিযান চালিয়ে ‘মাদক ব্যবসায়ী’ হাফিজুর রহমান ও তার স্ত্রী সমেলা বেগমকে আটক করে পুলিশ। এসময় তাদের জিম্মায় থাকা ১ হাজার ৬২০ পিট ইয়াবা উদ্ধার করা হয়। তাদেরকে ভ্যানে তুলে নিয়ে থানায় আসার সময় স্থানীয় মাদক ব্যবসায়ী ও তাদের আত্মীয়দের বাধার মুখে পড়ে পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় সুযোগ বুঝে আসামি হাফিজুর ও তা স্ত্রী ভ্যান থেকে লাফ দিয়ে পালিয়ে যান। এ সময় হাফিজুর হাককড়া পড়া অবস্থায় ছিলেন। সোমবার বিকালে শেষ খবর পাওয়া পর্যন্ত পলাতক হাফিজুর ও তার স্ত্রীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হাতকড়াও উদ্ধার হয়নি।
এদিকে এ ঘটনায় ভূরুঙ্গামারী থানার ওসি মুনিরুল ইসলামকে জেলা বিশেষ শাখায় (ডিএসবি) বদলি করা হয়েছে। একই সাথে অভিযানে থাকা পুলিশের এসআই আরিফ মাহমুদ আপেল, এএসআই আলমগীর হোসেন সোহাগ ও চার কনস্টেবলকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক উদ্ধারের ঘটনায় হাফিজুর ও তার স্ত্রীকে আসামি করে মামলা হয়েছে। একই সাথে পুলিশের কাজে বাধাদান ও আসামি ছিনতাইয়ের অভিযোগে পৃথক আরও একটি মামলা হয়েছে। ওই মামলায় ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০/ ৮০ জনকে আসামি করা হয়েছে।
এএসপি মো. মাসুদ রানা বলেন, ‘ওসিকে বদলি করা হয়েছে। এক এসআই ও এএসআই সহ ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।’
আমিনুল ইসলাম/০১৭১৫৫৭২০৩০
Leave a Reply