নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের উদ্যোগে সাম্রাজ্যবাদ বিরোধী এক শক্তিশালী মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত এই মিছিল কুড়িগ্রাম পাবলিক লাইব্রেরি থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলের পরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক তামজিদ হায়দার চঞ্চল, জেলা সংসদের সভাপতি অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক, সহকারী সাধারণ সম্পাদক রতন অধিকারী, রংপুর জেলা সংসদের সহ-সভাপতি নীরব সরকার সাম্যসহ আরও অনেক নেতৃবৃন্দ।
সমাবেশে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তামজিদ হায়দার চঞ্চল বলেন, “আমরা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে সক্ষম হলেও, তাদের ফ্যাসিবাদী কায়দাগুলিকে বিদায় করতে পারিনি। গতকালও আন্দোলনে আহতরা শাহবাগে বিক্ষোভ করেছেন, যা এই সরকারের জন্য লজ্জাজনক। যারা আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছিলেন, তাদেরই চিকিৎসার জন্য রাস্তায় নামতে হয়।”
কুড়িগ্রাম জেলা সংসদের সভাপতি অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক বলেন, “যারা এই গণ-অভ্যুত্থান থেকে শিক্ষা নেয়নি, তাদের বিরুদ্ধে ছাত্র ইউনিয়ন এই দেশের ছাত্র-জনতাকে নিয়ে প্রয়োজনে আরেকটি গণ-অভ্যুত্থান সংগঠিত করবে।”
Leave a Reply