বিশেষ প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে রশিদ মন্ডল যুব ফাউন্ডেশন তাদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে। এই উপলক্ষে জেলার বিভিন্ন সামাজিক সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়, যারা স্থানীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ সংগঠন হিসেবে ভিবিডি কুড়িগ্রাম এবং নাগেশ্বরী উপজেলার শ্রেষ্ঠ সংগঠন হিসেবে গ্রীন ভয়েস নাগেশ্বরী শাখাকে সম্মাননা দেওয়া হয়। এটি তাদের সমাজ উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আকর্ষণ ছিল আলোচনা সভা, খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। অতিথিদের উদ্বোধনী বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা হয়, যা দর্শক ও অংশগ্রহণকারীদের আনন্দ দিয়েছে। দিনব্যাপী আয়োজনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট নজরুল গবেষক সুব্রত ভট্টাচার্য। প্রধান অতিথি ছিলেন উত্তরবঙ্গের খ্যাতিমান কবি ও ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ মশিউর রহমান। পুরো আয়োজন সুচারুভাবে পরিচালনা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান।
এই অনুষ্ঠানের মাধ্যমে রশিদ মন্ডল যুব ফাউন্ডেশন তাদের পাঁচ বছরের সাফল্য এবং ভবিষ্যতের লক্ষ্য তুলে ধরে। পাশাপাশি, সমাজের উন্নয়নে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
Leave a Reply