নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার তালুকশিমুল বাড়ি এলাকার মাদক কারবারি সাহেব আলী (২১), সাইদুল ইসলাম (২২) ও জাহিদ হাসান (২০)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলা শিমুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী ধরলা সেতুর পশ্চিম পাড়ে পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাদেরকে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিদের শুক্রবার দুপুরে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply