স্পোর্টস ডেস্ক:
মেলবোর্নে যশস্বী জয়সওয়ালকে আউট দিয়ে প্রবল বিতর্কে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। যে আউট নিয়ে কম বির্তক হয়নি কেউ যশস্বীর পক্ষে দাঁড়িয়েছেন। কেউ আবার বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলাকে সমর্থন করেছেন। এমন পরিস্থিতিতে বাংলাদেশের আম্পায়ারের হাতেই কোহলি-যশস্বীর বাঁচা-মরা নির্ভর করছে সিডনিতে। কেননা সিডনি টেস্টে তিনিই অন ফিল্ড আম্পায়ার। ম্যাচ পরিচালনা করবেন তিনিই।
ডারবানে অনুষ্ঠিত শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করছেন তিনি। ডারবানে শরফুদ্দৌলার সিদ্ধান্তের বিরুদ্ধে ৮ বার রিভিউ নেওয়া হলেও একটি সিদ্ধান্ত বদল হয়নি। পরের ম্যাচে তিনি ছিলেন টিভি আম্পায়ার। গত অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিল তিন টেস্টের পাকিস্তান-ইংল্যান্ড সিরিজ। দুইটি ম্যাচে ফিল্ড আম্পায়ার ও এক ম্যাচে টিভি আম্পায়ার ছিলেন তিনি। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও আম্পায়ারিং করেন তিনি।
Leave a Reply