কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
তিন মাস ব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রাম।
যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্রে অনলাইনে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদী।
এসময় মোটিভেশনাল ক্লাস নেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এতে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের ভারপ্রাপ্ত উপপরিচালক শ্যামল কুমার দাস।
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ৫০ জন শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক অংশ নিচ্ছে ।
Leave a Reply