বিশেষ প্রতিনিধি : মোঃ দুর্জয় হাসান
কুড়িগ্রাম জেলার, মাদারগঞ্জ সরকার প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরে নতুন বই পেল শিক্ষার্থীরা। এতে খুশি শিক্ষার্থীরা নতুন বইয়ের গন্ধ নিতে ব্যস্ত শিক্ষার্থীরা।
মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সানোয়ার স্যার বলেন নতুন বছরে শিক্ষার্থীরা নতুন বই পেল, তিনি শিক্ষার্থীর উদ্দেশ্যে বলেন তোমরা মানুষের মতন মানুষ হও,তোমরা তোমাদের মা-বাবাদের মুখ উজ্জ্বল কর। মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল স্যার জানান তাদের এই প্রতিষ্ঠানকে তিনি তার উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরতে চান।
তিনি চান তার বিদ্যালয়টির শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাক,প্রতিষ্ঠানটি সৌন্দর্য মন্ডিত হোক, চারিদিকে গাছপালার সৌন্দর্যে ভরে উঠুক প্রতিষ্ঠানটি।মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় থেকে শুরু করে দূর দুরান্ত থেকে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করতে আসে। যদি প্রতিষ্ঠানটির শিক্ষার মান উন্নত হয় তাহলে সুফল পাবে স্থানীয় থেকে শুরু করে দূর দুরান্তের চরের শিক্ষার্থীরা।
Leave a Reply