1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
২৬ মার্চ দেশে ফিরতে চান আওয়ামী লীগের নেতারা: ইন্ডিয়ান এক্সপ্রেস বাঁধন রোকেয়া বিশ্ববিদ্যালয় ইউনিটের নেতৃত্বে মামুন-আবু সাঈদ কে এম সফিউল্লাহ আর নেই কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ১৩ শান্তিরক্ষী নিহত ইবির এএনএফটি সোসাইটির নতুন কমিটি গঠন রাজিবপুরে প্রশাসনের সহায়তায় বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ তিস্তার ন্যায্য হিস্যার পানি ও মেগাপ্রকল্প বাস্তবায়নে দুলুর ৪৮ ঘন্টার কর্মসূচি ঘোষনা  ইশতিয়াক-রাব্বীর নেতৃত্বে ইসলামী বিশ্ববিদ্যালয় মিউজিক অ্যাসোসিয়েশন রৌমারীতে সরকারি বই চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন রৌমারী থেকে বিনামূল্যে সরকারি বই পাচার চেষ্টা মামলায় গ্রেপ্তার ৩

২০২৪ সালে সেরা ভ্রমণ গন্তব্য ছিল এই দেশগুলো

  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

আর মাত্র ঘণ্টাকয়েক বাদেই বিদায় নেবে ২০২৪, আসবে ২০২৫। বছরের শেষ লগ্নে এসে সবাই পুরো বছরে চোখ বুলিয়ে নিচ্ছেন। এবছর অ্যাডভেঞ্চার ভ্রমণে আগ্রহ দেখিয়েছেন মানুষ। সময় আর সামর্থ্য মিললে ঘুরে বেড়িয়েছেন বিদেশে। এবছর ভ্রমণপ্রেমীদের পছন্দের তালিকায় কোন দেশগুলো ছিল? উত্তর জানিয়েছে গুগল।

চলুন জেনে নেওয়া যাক, ২০২৪ সালে মানুষ গুগলে কোন দেশগুলো সম্পর্কে সবচেয়ে বেশি সার্চ করেছে-

azerbaijan

আজারবাইজান

চলতি বছর সবচেয়ে বেশি গুগলে সার্চ করা ভ্রমণ স্থানের মধ্যে প্রথমে নাম রয়েছে আজারবাইজানের। এখানকার সংস্কৃতি, আধুনিকতা সবাই ভীষণ পছন্দ করেন। এটি পূর্ব ইউরোপের একটি প্রজাতন্ত্রী রাষ্ট্র। এখানে রয়েছে প্রাচীন অগ্নি মন্দির। তাছাড়া এখানকার কাস্পিয়ান সাগরের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতেও অনেকে দেশটি ভ্রমণ করেন। আজারবাইজানে রয়েছে সমুদ্র সৈকত, রিসোর্ট। এখানে গেলে প্রাচীন দুর্গ, ঐতিহাসিক স্থান, সাইট সিন করতে ভুলবেন না।

বালি

সার্চিং তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্দোনেশিয়ার বালির নাম। বালিতে প্রতি বছর প্রচুর পর্যটন যান। এটি একটি রোমান্টিক গন্তব্য স্থানের মধ্যে পড়ে। বেশ কম খরচে এই জায়গাটি আপনি ঘুরতে পারবেন। একে হানিমুন স্পট বলা চলে। বালির অন্যতম আকর্ষণ হলো উলুয়াতু মন্দির। এছাড়াও এখানে মাউন্ট বাতুর, মাউন্ট আগুং নামে দুটি আগ্নেয়গিরি রয়েছে। ২৮০ প্রজাতির পাখির দেখা মেলে বালিতে। এখানে বিশ্বের সবচেয়ে দামি কফিও পাওয়া যায়।

kazakhstan

কাজাখস্তান

তৃতীয় স্থানে নাম উঠে এসেছে কাজাখস্তান। প্রতি মাসেই দেশটিতে প্রচুর পর্যটন ঘুরতে আসেন। বিশ্বের নবমতম দেশ এটি। কাজাখস্তানের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। বিমানে খুব সহজেই কাজাখস্তান যেতে পারবেন। দেশটিতে কাজাখ মরুভূমি রয়েছে। যা দেখতে অনেকে এখানে আসেন। এখানে গেলে আপনি ট্রেকিং, ক্যাম্পিং সবই করতে পারবেন। যারা ঘোড়ায় চড়তে ভালোবাসেন তাদের জন্যও জায়গাটি উপযুক্ত।

জর্জিয়া

সবচেয়ে বেশি সার্চ করা ভ্রমণ স্থানের চতুর্থ স্থানে নাম রয়েছে জর্জিয়ার। এখানকার ককেশাস পর্বতমালার সুন্দর দৃশ্য, তিবিলিসির পাহাড়ের মনোরম শোভা দেখতে অনেকেই এখানে আসেন। পূর্বে ইউরোপে অবস্থিত এই দেশটি। এখানকার ঐতিহাসিক নিদর্শন, সংস্কৃতি ঐতিহ্য দেখার জন্য বহু পর্যটন এখানে ভিড় করেন। এখানে গেলে অবশ্যই ট্রেকিং, পর্বতারোহণ ও স্কিইং করতে একদম ভুলবেন না। ইউরোপীয় দেশগুলোর মধ্যে এই জায়গাটিতে কিন্তু খুব সস্তায় থাকা খাওয়ার জায়গা পেয়ে যাবেন।

malaysia

মালয়েশিয়া

গুগলের সবথেকে বেশি সার্চ করা পঞ্চম ভ্রমণ করা স্থানের মধ্যে নাম উঠে এসেছে মালয়েশিয়ার। খুব কম খরচেই আপনি কিন্তু মালয়েশিয়ার ঘুরতে যেতে পারেন। এই দেশটির বিভিন্ন স্থানের সৌন্দর্য কিন্তু অসাধারণ। এখানে গেলে অবশ্যই পেট্রোনাস টাওয়ার, লংকাবি, দামুন ভ্যালি, সাবাহে ঘুরতে যেতে একদম ভুলবেন না। আপনি যদি পার্টি করতে পছন্দ করেন তাহলে বার, নাইটক্লাবে অবশ্যই যাবেন।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!