রৌমারী, (কুড়িগ্রাম) প্রতিনিধি:
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল রৌমারী উপজেলার সদস্য সচিব মশিউর রহমান পলাশ। বাংলাদেশ জাতীয়বাদী যুবদল রৌমারী উপজেলা শাখার সদস্য সচিব মশিউর রহমান পলাশ দেশবাসী সহ ২৮ কুড়িগ্রাম ৪ আসনের সর্বস্তরের জনসাধারণ সহ ও প্রবাসে বসবাসরত সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিত জন- শুভাকাঙ্খীদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায়, মশিউর রহমান পলাশ বলেন, নতুন বছরটি সবার জীবনে বয়ে আনুক বিজয়, অনাবিল সুখ ও শান্তি। বাংলাদেশসহ বিশ্বে প্রবাহিত হোক শান্তির অমিও ধারা, দূর হয়ে যাক সব অন্যায়-উৎপীরন নির্যাতন। বন্ধ হোক হত্যা, গুম, খুন, যুদ্ধ বিগ্রহ ও অমানবিকতা সহ সব ধরনের দামনমূলক নৃশংসতা -নববর্ষের শুরুতে আমি এ কামনা করছি।
নববর্ষ সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরের অমিত সম্ভাবনার পথে বাংলাদেশ এগিয়ে যাক
Leave a Reply