কামরুল হাসান কাব্য, বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ইংরেজি নতুন বছর উপলক্ষে ক্যাম্পাসের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেছে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকল্পে আগামী ৩১/১২/২০২৪ খ্রি. থেকে ০১/০১/২০২৫ খ্রি. পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। উক্ত সময় ক্যাম্পাসে আতশবাজি ও সাউন্ড বক্স বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো।
বিজ্ঞপ্তিতে সকল শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সঙ্গে রাখার আহ্বানও করা হয়।
Leave a Reply