কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার কুড়িগ্রাম পুলিশ লাইন্স ড্রিলসড অডিটারিয়াম অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন জেলা পুলিশ সুপার ও কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের সভাপতি মো; মাহফুজুর রহমান।
কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাে: শামছুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদ পদোন্নতি(প্রাপ্ত) মাে: রুহুল আমীন। এসময় আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম, পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সাংবাদিক মিজানুর রহমান মিন্টু , সহকারি শিক্ষক মােয়াজ্জম হােসেন, রােজিনা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি শিক্ষক মাহমুদা বেগম ও সহকারি শিক্ষক খালিদ হাসান। এসময় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, শিক্ষার্থীদর সংবর্ধনা ও নর্থ লাইন এসােসিয়েশন বৃত্তি প্রাপ্তদেন সনদ এবং নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply