নিজস্ব প্রতিবেদকঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে বিষাদু চন্দ্র দাস (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার বালাকান্দি দাসপাড়া গ্রামের চিনিরাম দাস ও জয়মালা রানীর ছেলে।
রাজারহাট থানা সূত্রে জানা গেছে, ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে থানার একটি চৌকস দল বিষাদু চন্দ্র দাসকে তার গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে। অভিযোগ উঠেছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তিমূলক মন্তব্য করেছেন, যা স্থানীয় জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (অসি) জানান, “অভিযুক্ত বিষাদু চন্দ্র দাসের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে এবং ন্যায়বিচারের স্বার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”
এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। পুলিশ জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং আইন নিজের হাতে না নেওয়ার জন্য অনুরোধ করেছে।
অন্যদিকে, মানবাধিকার ও ধর্মীয় সহনশীলতার বিষয়ে সচেতন মহল ঘটনার গভীর তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
Leave a Reply