1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
২৬ মার্চ দেশে ফিরতে চান আওয়ামী লীগের নেতারা: ইন্ডিয়ান এক্সপ্রেস বাঁধন রোকেয়া বিশ্ববিদ্যালয় ইউনিটের নেতৃত্বে মামুন-আবু সাঈদ কে এম সফিউল্লাহ আর নেই কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ১৩ শান্তিরক্ষী নিহত ইবির এএনএফটি সোসাইটির নতুন কমিটি গঠন রাজিবপুরে প্রশাসনের সহায়তায় বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ তিস্তার ন্যায্য হিস্যার পানি ও মেগাপ্রকল্প বাস্তবায়নে দুলুর ৪৮ ঘন্টার কর্মসূচি ঘোষনা  ইশতিয়াক-রাব্বীর নেতৃত্বে ইসলামী বিশ্ববিদ্যালয় মিউজিক অ্যাসোসিয়েশন রৌমারীতে সরকারি বই চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন রৌমারী থেকে বিনামূল্যে সরকারি বই পাচার চেষ্টা মামলায় গ্রেপ্তার ৩

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের লড়াইয়ে যারা

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

কালের আবর্তে হারিয়ে যেতে চলেছে আরেকটি বছর। উঁকি দিচ্ছে নতুন বছর। ২০২৪ আন্তর্জাতিক ক্রিকেটে ঘটে গেছে নানান ঘটনা। কারো ব্যাটে দেখা গেছে রানের জোয়ার, কারো ব্যাটে দেখা গেছে খরা। কেউ বলহাতে আগুন ঝড়িয়েছেন, কেউ ছিলেন নিষ্প্রভ। বছরজুড়ে দারুণ পারফর্ম করা চার ক্রিকেটাররকে সেরা হিসেবে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি।

মাঠের পারফর্মেন্সে টি-টোয়েন্টিতে মুগ্ধতা ছড়িয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা, পাকিস্তানের বাবর আজম, অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড ও ভারতের আর্শদীপ সিং। বর্ষসেরা তালিকায় থাকা এই ক্রিকেটারদের আইসিসির ওয়েবসাইটে গিয়ে ভোট দিতে পারবেন ভক্তরা। এছাড়াও আইসিসির প্যানেলভুক্ত গণমাধ্যম প্রতিনিধি ও ক্রিকেট ভক্তরা এই ভোট দিতে পারবেন।

চলতি তালিকাসহ এ পর্যন্ত পর পর তিন বছর তালিকায় জায়গা করে নেন সিকান্দার রাজা। চলতি বছর ২৪ ম্যাচে ৫৭৩ রান ও ২৪ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া এই অলরাউন্ডারের নেতৃত্বে জিম্বাবুয়ে শ্রীলংকা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফগানিস্তানকে হারিয়েছে। রাজার সাথে তাল মিলিয়ে বাবরও খেলেছেন ২৪ ম্যাচ। পাকিস্তানের এ তারকা ছয় ফিফটিতে ৩৩.৫৪ গড়ে ৭৩৮ রান করেছেন। পাকিস্তানের আর কোনো ব্যাটার এতো রান করেনি।

অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড প্রথমবারের মতো জায়গা পেলেন এই তালিকায়। বাঁহাতি এই ওপেনার ১৫ ম্যাচে খেলে ৩৮.৫ গড় ১৭৮.৪৭ স্ট্রাইকরেটে ৫৩৯ রান করেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান করেছিলেন হেড। এদিকে আইসিসির বর্ষসেরার তালিকায় ওঠে এসেছেন ভারতের বাঁহাতি পেসার আর্শদীপ। ১৭ উইকেট নিয়ে আসরে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি হন। ১৮ ম্যাচে ১৩.৫ গড়ে ৩৬ উইকেট নিয়ে বছর শেষ করেন তিনি।

২০২৪ সালের সেরা পুরুষ ও নারী টি-টোয়েন্টি ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা আজ প্রকাশ করেছে আইসিসি। মেয়েদের বর্ষসেরার লড়াইয়ে আছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার ও আয়ারল্যান্ডের ওর্লা প্রেন্ডারগাস্ট।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!