কামরুল হাসান, বিশেষ প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় ম্যাথ অলিম্পিয়াডের প্রস্তুতিমূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।চিলমারী উপজেলার থানাহাট এ.ইউ. সরকারি উচ্চ বিদ্যালয়ে শনিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হলো গণিত উৎসব। আঞ্চলিক ও জাতীয় ম্যাথ অলিম্পিয়াডকে সামনে রেখে এটি ছিল প্রস্তুতিমূলক পরীক্ষা। রোটারি ক্লাব অফ মেট্রোপলিটন ঢাকার পৃষ্ঠপোষকতায় এবং চিলমারীর মেধাবী কল্যাণ সংস্থার সহযোগিতায় এই উৎসবের আয়োজন করে আরসিসি চিলমারী।
প্রাথমিক, জুনিয়র এবং সেকেন্ডারি—এই তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত পরীক্ষায় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪৩৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কঠিন থেকে কঠিনতর গণিতের সমস্যাগুলো সমাধান করে শিক্ষার্থীরা প্রদর্শন করে তাদের দক্ষতা ও মেধার প্রমাণ।
পরীক্ষা শেষে তিনটি ক্যাটাগরির সেরা ২৪ জন শিক্ষার্থীর মাঝে মেডেল, সনদ এবং শিক্ষা-উপকরণ প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরসিসি চিলমারীর সভাপতি ও এমকেএস’র প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ নুরুল আলম। তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি ভালোবাসা জাগানো এবং তাদের মেধার বিকাশ ঘটানোই আমাদের মূল উদ্দেশ্য। আমরা আশাবাদী, এ ধরনের উদ্যোগ চিলমারীর শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের জন্য প্রস্তুত করবে। এছাড়াও উপস্থিত ছিলেন আরসিসি সাধারণ সম্পাদক নৃপেন্দ্রাথ বর্মণ, মেধাবী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সাহেদ আলী ও উপদেষ্টা সাজেদুল ইসলাম সোহেল প্রমুখ।
মেধাবী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সাহেদ আলী বলেন, দ্বিতীয় বারের মতো এই আয়োজন চিলমারীর শিক্ষাক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।এমন আয়োজন প্রত্যন্ত এলাকায় আলো ছড়িয়ে দিতে সহায়তা করবে।
আরসিসি চিলমারীর ম্যাথ অলিম্পিয়াড পরীক্ষার ইভেন্ট ম্যানেজার মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন,গণিত নিয়ে শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ আমাদের আয়োজনকে উজ্জীবিত করেছে।
Leave a Reply