আমিনুল ইসলাম,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিরল প্রজাতির হিমালয়ান শকুন উদ্ধার করেছে জনতা। ধারনা করা হচ্ছে ভারতের হিমালয়ের কঠিনতম ঠান্ডা থেকে বাঁচতে অপেক্ষাকৃত উষ্ণ এলাকা বাংলাদেশ সীমান্তের কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গংগারহাট এলাকায় এসে অসুস্থ হয়ে পড়ে ।
স্থানীয়রা তাকে খেতের আইলে পড়ে থাকতে দেখে উদ্ধার করে ।পরে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে শুশ্রূষা ও চিকিৎসার ব্যবস্থা করেন। এদিকে শকুন উদ্ধারের সংবাদ ছড়িয়ে পড়লে শকুনটি একনজর দেখতে দেখতে উৎসুক জনতার ভিড় করে। বিশেষ করে শিশু-কিশোররা বিপন্ন প্রজাতির শকুনটি দেখতে ভীড় করেন। অনেকেই মুঠোফোনে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোষ্ট করেন।
গংগারহাট এলাকার স্থানীয় নবীউল ও মুসা মিয়া জানান, আমরা দুপুরে খেতে কাজ করতে গিয়ে দেখি শকুনটি আহত অবস্থায় পড়ে আছে।বিশাল আকৃতির এ শকুন টি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। কুটিচন্দ্রখানা গ্ৰামের হোসেন আলি বলেন,ধারনা করা হচ্ছে অতিরিক্ত ঠান্ডা থেকে বাঁচতে এটি ভারতের হিমালয় থেকে এসেছে। আমরা বিষয়টি বন বিভাগকে জানিয়েছি।
বিদ্যাবাগিশ গ্রামের ইলিয়াস হোসেন বলেন, শকুনটি অসুস্থ। প্রাথমিক চিকিৎসা শেষে বন্য প্রাণী অধিদপ্তরের কাছে শকুনটিকে হস্তান্তর করা জরুরি। তিনি আরো বলেন, শীতকালীন সময়ে শকুনসহ বিভিন্ন প্রজাতির পাখির দেখা মেলে। এসব পাখিদের না ধরে অবমুক্ত করে দেওয়ার ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।
ফুলবাড়ী উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার ইসলাম জানান,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে নিজের হেফাজতে নিয়েছি। রংপুর বন বিভাগে খবর পাঠানো হয়েছে। সেখান থেকে থেকে উদ্ধারকারী দল এসে শকুনটিকে নিয়ে গিয়ে দিনাজপুরের রিসকেউ সেন্টারে অবমুক্ত করবে।
Leave a Reply