কুড়িগ্রাম প্রতিনিধি:
জয়মনিরহাট জমিদার বাড়ীর আশপাশের অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গত ২৯ ডিসেম্বর ২৪ ইং সকালে এই শীত বস্ত্র বিতরন করে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন।
বিতরনকালে উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের প্রজেক্ট ডিরেক্টর মেজর নাসির উদ্দিন, সহকারি রেজিষ্টার রাজিব মাহমুদ, ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস,বীরমুক্তিযোদ্ধা এটিএম শাহজাহান মানিক,বীরমুক্তিযোদ্ধা এসএম আতাউর হক হেলি,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক লেখক আমানুর রহমান খোকন, জমিদারের নাতী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুড়িগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক রাহাত বিন আনোয়ার প্রমুখ।
জয়মনিরহাট ইউনিয়নের অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে আড়াই শতাধিক শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়।
Leave a Reply