নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের উলিপুরে বসতঘরের আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার রাত ১২টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের মধ্য বজরা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উলিপুর থানার ওসি জিল্লুর রহমান।
নিহত ৮৫ বছর বয়সী সাহেরা বেওয়া ওই এলাকার মৃত কায়ছার আলীর স্ত্রী। তিনি প্যারালাইসিসের রোগী, স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না।
স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন ধরে তিনি তার বড় ছেলে ভ্যানচালক মোখলেছার রহমান (মোংলা) এর বাড়িতে বসবাস করছেন।
প্রতিবেশিরা জানান, শনিবার রাতে ওই বৃদ্ধাকে ঘরে রেখে বাড়ির অন্য সদস্যরা ওয়াজ মাহফিল শুনতে যান। এ সময় গভীর রাতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে গ্রামে লোকজন কম থাকায় এবং ওয়াজ মাহফিলের শব্দের কারণে প্রথমে আগুনের বিষয়টি কিছু বুঝতেও পারেনি।
উলিপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আব্বাস আলী বলেন, “রাত ১২টার দিকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কিন্তু ততক্ষণে বৃদ্ধা সাহেরা বেগম তার কক্ষে আটকা পড়ে মারা যান।”
প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণার কথাও জানান তিনি।
ওসি জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অগ্নিদগ্ধ নারীর লাশ উদ্ধার করে স্বজনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
Leave a Reply