1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ফুলবাড়ীতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিএনপি নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ চাইছে: নাহিদ ইসলাম বিশ্বের প্রথম উড়ন্ত বৈদ্যুতিক বাইক উন্মোচন করা হলো যুক্তরাষ্ট্রে রৌমারী থেকে ঢাকায় পাচারকালে শেরপুর থেকে প্রায় ৯ হাজার মাধ্যমিকের বই জব্দ করেছে পুলিশ কুড়িগ্রামে ত্রৈমাসিক জেন্ডার সমতা ও জলবায়ু জোট(GECA) সভা অনুষ্ঠিত ট্রাম্প কি জন্মসূত্রে নাগরিকত্ব আইন বন্ধ করতে পারবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠক, বাংলাদেশ নিয়ে আলোচনা ১৬ বছর পর মুক্তি পেলেন ৩ বিডিআর জওয়ান, জামিন পাবেন আরও ১২৩ জন রাজারহাটে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন কুড়িগ্রামে অঙ্গীভূত আনসার সদস্যদের মাঝে কম্বল বিতরণ

সংবাদ, সঙ্গীত, চলচ্চিত্র আর গেমস থেকে শুরু করে ২০২৪ সালে যেসব বিষয়ে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫ বার পড়া হয়েছে

আল জাজিরা

সময়ের যাত্রা অন্তহীন; মহাবিশ্ব সৃষ্টির আদিলগ্ন থেকে কালের এই স্রোত বয়ে চলছে। আগামী ৩১ ডিসেম্বর যার ধারাবাহিকতায় শেষ হচ্ছে ২০২৪ সাল। প্রতিবছরেই ডিসেম্বরে নতুন বছরের আগমনকে সামনে রেখে, বিদায়ী বছরের সবচেয়ে বেশি সার্চ হওয়া বিষয়ের একটি তালিকা প্রকাশ করে গুগল।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিনে ব্যবহারকারীরা অনলাইনে যেসব বিষয়ে জানতে চেয়ে সার্চ করেছেন, তারই একটি বিবরণ এতে উঠে আসে।

২০২৪ সাল ছিল ঘটনাবহুল এক সময়। নাটকীয় সব পরিবর্তন দেখা গেছে বিশ্বজুড়ে, কখনোবা তাঁর ধরন ছিল রাজনৈতিক, যেমন বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও তার পরবর্তী সময়ের ঘটনাসমূহ, সিরিয়ায় স্বৈরাচার বাশার আল-আসাদের পতন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের বিজয় ইত্যাদি। সংস্কৃতির নতুন সংযোজনও চলমান, দেশে দেশে নতুন গান, কবিতা, চলচ্চিত্র, বা কম্পিউটার গেমস সাড়া ফেলেছে এবছরেও। এছাড়া, আরও অগণিত বিষয় নিয়েও অনলাইনে অনুসন্ধান তো আধুনিক সময়ের নিত্যদিনের বিষয়।

এমন সব প্রেক্ষাপটে, ২০২৪ সালের আলোচিত যেসব বিষয়ে মানুষজন সবচেয়ে বেশি সার্চ করেছেন গুগলে তা এখানে তুলে ধরা হচ্ছে।

যেসব খবর জানতে সবচেয়ে বেশি সার্চ

এবছরে সবচেয়ে বেশি যে ঘটনার নানান খবরাখবর জানতে মানুষ সার্চ করেছে– সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচন। শুধু আমেরিকানরাই নন, অনলাইনে মার্কিন নির্বাচনের খবর জানতে, বিশ্বের প্রায় সব প্রান্ত থেকেই ব্যবহারকারীরা গুগলের শরণাপন্ন হয়েছেন। আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে বিশ্ববাসীর আগ্রহের বিষয়টিও যার মধ্যে দিয়ে উঠে এসেছে।

এবারের নির্বাচন বেশ নাটকীয় ঘটনারও ছিল, যার মধ্যে জো বাইডেনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানো থেকে শুরু করে, কমলা হ্যারিসের ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী হওয়া, হ্যারিস ও ট্রাম্পের মধ্যে তুমুল বাগযুদ্ধ, ট্রাম্পকে হত্যাচেষ্টা এবং সবশেষে ভোটবাক্সে তাঁর বাজিমাৎ – এসব ঘটনার খুঁটিনাটি জানতে প্রচুর সার্চ হয়েছে গুগলে।

অত্যধিক গরমের বিষয়ে সংবাদ জানতে দ্বিতীয় সর্বোচ্চ অনলাইন অনুসন্ধান হয়েছে। বিশ্বের জলবায়ু সংকট ক্রমেই বেড়ে চলারও বিষয়টিকে যা মনে করিয়ে দিচ্ছে। চলতি বছরের গ্রীষ্মে বিশ্বের অনেক অঞ্চলে তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে।

অলিম্পিকে আয়োজন নিয়ে মানুষের আগ্রহ নতুন ঘটনা নয়। এবছরে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয় অলিম্পিকের আসর। আর এই আসরের সংবাদ জানতেই হয়েছে তৃতীয় সর্বোচ্চ গুগল সার্চ। এবারের অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের জমকালো আয়োজন ও তা নিয়ে কিছু বিতর্কিত ঘটনাও চাঞ্চল্যকর সংবাদের শিরোনাম হয়। এরমধ্যে নারী ক্রীড়াবিদদের হিজাব পড়তে ফরাসী কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা যেমন আলোচনার জন্ম দেয়, তেমনি ইউক্রেন যুদ্ধের কারণে রুশ অ্যাথলেটদের অংশগ্রহণ নিয়েও হয়েছে টানাপোড়েন। গাজায় গণহত্যার প্রতিবাদে, অলিম্পিকে ইসরায়েলি ক্রীড়াবিদদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়ার দাবিও করেছিল অনেক সংগঠন। তবে তাতে সেখানে বাধ সাধেনি কর্তৃপক্ষ। এর সবকিছুই বিভিন্নভাবে উঠে এসেছে আন্তর্জাতিক নানান গণমাধ্যমে।

যেসব ব্যক্তির সম্পর্কে সবচেয়ে বেশি অনলাইন অনুসন্ধান

যুক্তরাষ্ট্র ও বিশ্ব রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে তীব্র মেরুকরণ আছে। কেউবা তাঁকে খুবই পছন্দ করেন, কারো কারো কাছে তিনি পরিত্যাজ্য। এবছর ব্যক্তি হিসেবে ট্রাম্পের নানান বিষয় সম্পর্কে জানতেই সর্বোচ্চ সার্চ করা হয়েছে। তাঁর আইনি লড়াইয়ের নানান ঘটনা থেকে শুরু করে সফলভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া– এগুলোই তাঁকে সংবাদের মধ্যমণিতে পরিণত করে, আর সেগুলো জানতে অনলাইনে গুগলের মতো সার্চ ইঞ্জিনগুলো ব্যবহার করেছেন নেটিজেনরা।

দ্বিতীয় সর্বোচ্চ সার্চ হওয়া ব্যক্তিত্ব হচ্ছেন– ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ উইলিয়ামসের স্ত্রী প্রিন্সেস অব অয়েলস কেট মিডলটন। প্রায় এক বছর ধরে রাজকীয় নানান অনুষ্ঠানে তাঁর অনুপস্থিতিই এই আগ্রহের কেন্দ্রে ছিল। যা কেট মিডলটনকে নিয়ে নানান জল্পনা-কল্পনা ও উদ্বেগের সৃষ্টি করে।

বৈশ্বিকভাবে তৃতীয় সর্বোচ্চ অনলাইন সার্চ হয়েছে কমলা হ্যারিসের সম্পর্কে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা পর্যন্ত– কমলাকে ঘিরে নানান ঘটনা এসময় টানটান উত্তেজনা ও আগ্রহ তৈরি করেছিল। বিশেষত নির্বাচনের মাত্র ১০০ দিন বাকি থাকতে কমলার প্রার্থী হওয়ার বিষয়টি ছিল সাম্প্রতিক সময়ের মধ্যে বিরল এক ঘটনা।

২০২৪ সালে যেসব চলচ্চিত্র মানুষের মনোযোগ কেড়েছে

চলচ্চিত্রের মধ্যে বৈশ্বিকভাবে সর্বোচ্চ সার্চ হয়েছে ইনসাইড আউট-২ নিয়ে। ডিজনি ও পিক্সারের অ্যানিমেশন এই সিক্যুয়েল নিয়ে আগ্রহ ছিল প্রচুর।

দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ সার্চ হওয়া চলচ্চিত্র হচ্ছে ডেডপুল অ্যান্ড উলভেরিন ও সল্টবার্ন।

এবছর সঙ্গীতপ্রেমীদের টেনেছে যেসব গান

কেন্ড্রিক লামারের ‘নট লাইক আস’ ২০২৪ সালের সর্বোচ্চ সার্চ হওয়া গানের মধ্যে প্রথম স্থানে রয়েছে। মে মাসে মুক্তি পাওয়া এই গানটি— বর্ণ নিয়ে মানুষে মানুষে বৈষম্য ও সামাজিক ভেদাভেদের বার্তা নিয়ে ব্যাপক আলোড়ন তোলে। পশ্চিমা সমাজে কৃষ্ণাদের প্রতি শ্বেতাঙ্গ ও অন্য বর্ণের মানুষের দৃষ্টিভঙ্গিকে কটাক্ষও করেছে এই গান।

দ্বিতীয় সর্বোচ্চ সার্চ হয়েছে রোজ ও ব্রুনো মার্সের ‘এপিটি’ শিরোনামের গানটি। তৃতীয় স্থানে রয়েছে ক্রিপি নাটসের ‘ব্লিং ব্যাং ব্যাং বর্ন’।

কেবল ইংরেজি নয়, অন্যান্য ভাষা ও সংস্কৃতির গানও দেখিয়েছে তাঁদের বৈশ্বিক প্রভাব। এক্ষেত্রে শীর্ষ ১০ সার্চের মধ্যে রয়েছে জাপানি সঙ্গীতশিল্পী কোচি নো কেন্তোর ‘হাই ইয়েরোকোন্দে’।

এছাড়া তামিল গায়ক সাই অভ্যয়ঙ্কর এর ‘কাৎচি সেরা’ গানটি শুনতে বা ডাউনলোড করতে চতুর্থ সর্বোচ্চ সার্চ হয়েছে। এই গানটির মিউজিক ভিডিওটি অনেককেই আকর্ষণ করেছে।

২০২৪ সালে যেসব গেমসের প্রতি বেশি আগ্রহ ছিল

প্রযুক্তির উন্নতির হাত ধরে গেমিং আজ বড় শিল্প। গেমিং ইন্ডাস্ট্রিতে আসছে বিপুল বিনিয়োগ, নিত্যনতুন গেমসও বাজারে আসছে প্রতিবছর। এবছরেও রিলিজ হয়েছে বা হতে চলেছে এমন গেমস নিয়ে গেমারদের আগ্রহ ছিল স্বাভাবিকভাবেই।

মার্কিন দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমসের শব্দ বিষয়ক খেলা ‘কানেকশনস’ ছিল সার্চের শীর্ষে।

জাপানের গেম ডেভেলপার পকেটপেয়ার এর পালওয়ার্ল্ড জাগিয়েছে দ্বিতীয় সর্বোচ্চ আগ্রহ। দারুণ সব সংযোজনের মাধ্যমে সার্ভাইভাল গেমসের অঙ্গনে নতুন ধারা এনেছে এই গেমটি।

এরপরে রয়েছে ইনফিনেট ক্রাফট শিরোনামের গেম। নির্মাণ ও সৃজনশীলতার অনবদ্য সুযোগ থাকায় স্যান্ডবক্স-স্টাইল গেমিংয়ের ভক্তকূলের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এটি।

২০২৪ সালের সার্চের শীর্ষে থাকা গেমগুলো প্রমাণ করেছে, এই শিল্পের বিদ্যুৎগতির বিকাশ। নামজাদা গুটিকয়েক গেমিং স্টুডিও’র নিয়ন্ত্রণের বাইরে বিশ্বের অন্যান্য গেম ডেভেলপারদের বাজারও যে ক্রমেই বাড়ছে– তারও প্রমাণ এই তালিকা। জাপান, চীন, সুইডেন ও ফিনল্যান্ড-ভিত্তিক ডেভেলপারের তৈরি গেমগুলো রয়েছে শীর্ষ ১০ সার্চের তালিকায়। যেমন চীনে তৈরি ‘ব্ল্যাক মিথ: উকং’ সম্পর্কে অনলাইনের অনুসন্ধান হয়েছে সপ্তম সর্বোচ্চ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!