নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের উলিপুরে প্রতিপক্ষের হামলায় পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নিহতের ঘটনায় ২০ জনকে আসামি করে উলিপুর থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) উলিপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বাবা উলিপুর পৌর শহরের ডিশ ব্যবসায়ী আয়নাল হক।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান এ তথ্য জানিয়েছেন।
স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে কিল-ঘুষিতে আশরাফুল অসুস্থ হয়ে পড়ে। পরে সঙ্গীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উলিপুর পৌর শহরের থানা রোডে এ ঘটনা ঘটে।
ওসি জিল্লুর রহমান জানান, যুবদল নেতা নিহতের ঘটনায় তার বাবা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এতে ২০ জনের নামসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply