ফরিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বসুন্ধরা শুভসংঘের ২৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদিত হয়েছে। কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোছাঃ খাদিজা আক্তার জুঁই। কালের কণ্ঠের জ্যেষ্ঠ সহ-সম্পাদক ও বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান এই কমিটি অনুমোদন করেছেন।
নবগঠিত কমিটিতে গোলাম মোস্তাফিজার রহমান মিলনকে উপদেষ্টা ও তুহিন বাবুকে সভাপতি করা হয়েছে। তবে, সবচেয়ে আলোচনায় রয়েছেন সাধারণ সম্পাদক খাদিজা আক্তার জুঁই।
খাদিজা আক্তার জুঁই একজন উদ্যমী ও প্রতিশ্রুতিশীল তরুণী, যিনি সমাজকল্যাণমূলক কাজে ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছেন। তার নেতৃত্বে শুভসংঘের কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দায়িত্ব গ্রহণের পর খাদিজা বলেন, “বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হওয়া আমার জন্য এক বড় দায়িত্ব। এটি আমার জীবনের একটি নতুন অধ্যায়। আমি বিশ্বাস করি, একসঙ্গে কাজ করলে আমরা সমাজের অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারব। মানুষের সেবা করার এই সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। আমি আন্তরিকভাবে চেষ্টা করব আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে এবং হাকিমপুরে শুভসংঘের কার্যক্রমকে আরও গতিশীল করতে।”
নবগঠিত কমিটি হাকিমপুরে বসুন্ধরা শুভসংঘের কার্যক্রমকে আরও গতিশীল ও সাফল্যমণ্ডিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
Leave a Reply