কুড়িগ্রাম সংবাদ ডেস্ক: সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের জন্মবার্ষিকী আজ। ১৯৩৫ খ্রিস্টাব্দের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে কবির জন্ম।
ছয় দশক ধরে তিনি কবিতা, গান, নাটক, গল্প-উপন্যাস, চলচ্চিত্রের চিত্রনাট্যসহ সাহিত্য ও শিল্পের বিচিত্র ভুবনে বিচরণ করেছেন। সাহিত্যের সব শাখায় সাবলীল বিচরণই তাকে দিয়েছে সব্যসাচী বিশেষণ।
কবিতা, গল্প, উপন্যাস, কাব্যনাটক রচনায় ঈর্ষণীয় সাফল্য পাওয়া সৈয়দ হক ‘নূরলদীনের সারা জীবন’, ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘গণনায়ক’, ‘ঈর্ষা’ ইত্যাদি কাব্যনাটকে আসামান্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
তার কাব্যগ্রন্থ ‘পরানের গহিন ভিতর’ বাংলা কবিতায় অভিনব সংযোজন। লিখেছেন পঞ্চাশটির বেশি উপন্যাস। ২০১৬ খ্রিস্টাব্দের ২৭ সেপ্টেম্বর প্রথিযশা এই কথাসাহিত্যিকের মৃত্যু হয়।
Leave a Reply