স্পোর্টস ডেস্ক:
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে প্রথম ইনিংসে ৪৭৪ রান করে অল আউট হয়েছে অস্ট্রেলিয়া। এরপর ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় দিন শেষ করেছে ৫ উইকেটে ১৬৪ রানে। এদিকে অজিদের বড় সংগ্রহ গড়ার পথে ব্যাট হাতে দুর্দান্ত অবদান রেখেছে স্টিভ স্মিথ। সিরিজে টানা দুই টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।
স্মিথ আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেন ব্যক্তিগত ৬৮ রানে। তার সঙ্গে ব্যাট করতে নামেন ৮ রানে অপরাজিত থাকা অধিনায়ক প্যাট কামিন্স। এ দুজন মিলে আজ শুরু থেকেই ভারতীয় বোলারদের দেখেশুনে খেলেছেন। স্মিথকে যোগ্য সঙ্গ দিয়েছেন কামিন্স।
ভারতীয় বোলারদের সামলে টানা দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরির দেখা পান স্মিথ। ১৬৭ বলে শতক ছোঁয়ার পর অজিদের অভিজ্ঞ এই ব্যাটার নিজের ইনিংস বড় করার পাশাপাশি স্কোরবোর্ডে রান বাড়াচ্ছিলেন। তবে দুর্ভাগ্যের শিকার হয়েই আউট হতে হয়েছে তাকে।
আকাশ দ্বীপের বলে ডাউন দ্য উইকেটে গিয়ে মেরেছিলেন স্মিথ, তবে ব্যাট ছোঁয়ার পর বল প্যাডে লেগে ধীরে ধীরে স্ট্যাম্পের দিকে গিয়ে লেগ স্টাম্পে আঘাত করে, বেল পরে গেলে আউট হন স্মিথ, সাজঘরে ফিরেন ১৪০ রান করে।
এদিকে ভারতের বিপক্ষে আজ মেলবোর্নে করা সেঞ্চুরিটি স্মিথের ক্যারিয়ারের ৩৪তম টেস্ট শতক। এই শতক দিয়ে আরও বেশ কিছু রেকর্ড গড়েছেন অজিদের অভিজ্ঞ এই ব্যাটার।
সাদা পোশাকে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক শচীন টেন্ডুলকার, ভারতীয় কিংবদন্তির শতক ৫১টি। আজ ক্যারিয়ারের ৩৪তম শতক হাঁকিয়ে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায় সাত নম্বরে ওঠে এসেছেন স্মিথ।
এদিকে ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায় যৌথভাবে সবার আগে ছিলেন জো রুট ও স্টিভ স্মিথ। তবে আজ সেঞ্চুরি করে রেকর্ডতি নিজের করে নিয়েছেন অজিদের অভিজ্ঞ এই ব্যাটার। ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি ১১টি সেঞ্চুরি করেছেন তিনি।
এছাড়া অস্ট্রেলিয়া ক্রিকেটারদের মধ্যে টেস্ট ক্রিকেটে সবথেকে বেশি সেঞ্চুরির মালিক রিকি পন্টিং। অজিদের সাবেক এই অধিনায়ক সাদা পোশাকে সেঞ্চুরি করেছেন মোট ৪১টি। এরপরেই আছেন স্মিথ। ৩৪টি সেঞ্চুরি নিয়ে এ তালিকায় দুইয়ে অবস্থান করছেন তিনি। এ তালিকায় তিনে আছেন স্টিভ ওয়াহ, সাবেক এই কিংবদন্তির শতক ৩২টি।
Leave a Reply