দূ্র্জয় হাসান, বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলায় মাদারগঞ্জে, প্রত্যন্ত এক জায়গায় উদ্বোধন হলো এবিসি হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার। এখানকার মানুষ জানান তাদের ঠিক মতো চিকিৎসা সেবা নেওয়ার জন্য জেলাতে শহরে যেতে হয়। কিন্তু জেলা শহরে যেতে তাদের অতিক্রম করতে হয় ৬৭ কিলোমিটার পথ।
প্রায় এক ঘণ্টা ৩০ মিনিট লাগে, এতে করে বেশি সমস্যা পরে ইমারজেন্সি রোগীরা । এই এবিসি হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে দূরদূরান্ত থেকে চরের লোকেরদের সুবিধা হবে চিকিৎসা সেবা নেওয়ার জন্য।এতে করে তারা ভোগান্তির শিকার হবে না যেতে হবে না ৬৭ কিলোমিটার পাড়ি দিয়ে। তারা বাড়ির কাছেই মনের মতন সেবা পাবে বলে আশা করছে।৮ জন তরুণ মিলে এই এ বি সি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়নগস্টিক সেন্টারটির প্লান করে করে যে, তাদের দূরান্তর চরের লোকদের জন্য কিছু করার। স্থানীয় দিলীপ কর্মকার জানান এই প্রতিষ্ঠানটি স্থাপনের মাধ্যমে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান হয়েছে। অর্জুন কর্মকার জানান আমাদের এবিসি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে দূরদূরান্ত থেকে লোক আসবে চিকিৎসা সেবা নিতে এতে কমবে তাদের ভোগান্তি,এভাবে তারা মানুষকে সেবা দিতে চান ।এরই প্রেক্ষিতে তারা সিদ্ধান্ত নেয় তাদের নিজ এলাকায় তারা বহিরাগত ভালো মানের ডাক্তার নিয়ে এসে এলাকাবাসীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য তারা পরিকল্পনা করে । এই এবিসি হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগস্টিক সেন্টারে
এক্সরে,আল্ট্রাসনোগ্রাম, রক্ত পরীক্ষার মতো আরো চিকিৎসা সেবা মানুষ নিতে পারবে এই এবিসি হসপিটাল এন্ড ডিজিটাল ডায়লগেস্টিক সেন্টারে।
Leave a Reply