1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ফুলবাড়ীতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিএনপি নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ চাইছে: নাহিদ ইসলাম বিশ্বের প্রথম উড়ন্ত বৈদ্যুতিক বাইক উন্মোচন করা হলো যুক্তরাষ্ট্রে রৌমারী থেকে ঢাকায় পাচারকালে শেরপুর থেকে প্রায় ৯ হাজার মাধ্যমিকের বই জব্দ করেছে পুলিশ কুড়িগ্রামে ত্রৈমাসিক জেন্ডার সমতা ও জলবায়ু জোট(GECA) সভা অনুষ্ঠিত ট্রাম্প কি জন্মসূত্রে নাগরিকত্ব আইন বন্ধ করতে পারবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠক, বাংলাদেশ নিয়ে আলোচনা ১৬ বছর পর মুক্তি পেলেন ৩ বিডিআর জওয়ান, জামিন পাবেন আরও ১২৩ জন রাজারহাটে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন কুড়িগ্রামে অঙ্গীভূত আনসার সদস্যদের মাঝে কম্বল বিতরণ

ভোটের আনুপাতিক হারে সংসদে প্রতিনিধিত্ব চান জামায়াত আমির

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

নির্বাচনে প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে জাতীয় সংসদে দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার ব্যবস্থা চান বাংলাদেশ জামায়াতেইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এতে কোনো নির্দিষ্ট দলেরহাতে দেশ ও ভোট জিম্মি হওয়ার আশঙ্কাথাকবে না।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলেখুলনার কয়রার কপোতাক্ষ কলেজ ময়দানেউপজেলা জামায়াতে ইসলামীর কর্মীসম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথাবলেন তিনি।

আগামী সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার দাবি জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলোবাস্তবভিত্তিক এবং মৌলিক সংস্কার চাই।সংস্কারের সাথে সাথে বর্তমান সরকার যেননির্বাচনের রোডম্যাপ দেয়। রোডম্যাপদেওয়ার আগে সমস্ত ভোটারের উপযুক্তবয়স যাদের হয়েছে, পরিণত বয়স যাদেরহয়েছে তাদের সবার ভোটার তালিকানিশ্চিত দেখতে চাই।’ প্রবাসীদের ভোটের অধিকারও দাবি করেন তিনি।

নির্বাচন ব্যবস্থার সংস্কারের বিষয়ে জামায়াতের আমির বলেন, ‘নির্বাচন হতে হবে আনুপাতিক হারে। যে দল যত পারসেন্ট ভোট পাবে সেই দল সংসদে তত পারসেন্ট প্রতিনিধিত্ব করবে। এতে করে এক পারসেন্ট ভোট যদি কোনো দল পায় সেই দলের যোগ্য লোক থাকলে তারাও সংসদে গিয়ে প্রতিনিধিত্ব করবে। কোনো নির্দিষ্ট দলের হাতে দেশ এবং ভোট এই দুটি জিম্মি হওয়ার আর আশঙ্কা থাকবে না। এই জন্য আমরা চাই যে আনুপাতিক হারে নির্বাচনটা হোক।’

খুলনার কয়রা-পাইকগাছার প্রধান সমস্যাবেঁড়িবাধ সংকট নিরসনে বর্তমানঅন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগ নেওয়ারআহবান জানিয়ে জামায়াতের আমিরবলেন, ‘আপনারা অন্তত শুরু করুন।জামায়াত দেশসেবার সুযোগ পেলে আরকোনো দাবি করতে হবে না, বরং জনগণেরসংকটগুলো খুঁজে নিয়ে সমাধানের চেষ্টাকরবে।’ এদেশের যুবকরা বৈষম্যমুক্ত যেসমাজের স্বপ্ন দেখেছিল, তেমন একটিসমাজ গড়তে তিনি সকলের ঐক্যবদ্ধসহযোগিতা কামনা করেন।

কর্মী সম্মেলনে জামায়াতের আমীর আরওবলেন, মা-বোনদেরকে জামায়াত ভীতিদেওয়া হচ্ছে। কিন্তু জামায়াত দেশ সেবারসুযোগ পেলে নিরাপত্তা ও মর্যাদার সাথেইমা-বোনেরা দেশ গড়ার কাজে অংশ নেবে।

সংখ্যালঘু-সংখ্যাগুরু বলতে কোন বাক্যএদেশে নেই উল্লেখ করে জামায়াত আমির বলেন, সবাইকে নিয়ে মিলেমিশেই দেশগড়তে চায় জামায়াতে ইসলামী। বিশেষকোনো গোষ্ঠী নয়, বরং ‘প্রত্যেকেই আমরাএকেকজন যোদ্ধা’বলে উল্লেখ করেনতিনি।

এর আগে জামায়াতের আমির পাইকগাছারগদাইপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত পথসভাএবং ডুমুরিয়া উপজেলার আঠারো মাইলেপথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।

পাইকগাছার পথসভায় ডা. শফিকুল রহমানবলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকেশুরু করে ২০২৪ সালের ৫ আগষ্ট পর্যন্তযেসব গুম, খুন, হত্যা, গণহত্যা করাহয়েছে সব খুনের বিচার জনগণ চায়। সেনাহত্যা, আয়নাঘরের হত্যা, জামায়াতনেতাদের হত্যা, সবশেষ ছাত্র-জনতাকেগণহত্যা সব হত্যার বিচার করতে হবে।

ভারতের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে জামায়াতের আমির বলেন, ‘আপনাদের প্রতিবেশীহিসেবে সম্মান করি, আপনারাওআমাদেরকে প্রতিবেশী হিসেবে সম্মানকরতে শিখুন। ভারত থেকে চোখ রাঙিয়েআর বাংলাদেশকে শাসনের চিন্তা করবেননা। আমরা কারো অভ্যন্তরীণ বেশি হস্তক্ষেপকরি না। আমাদের ব্যাপারে কেউ হস্তক্ষেপকরুক সেটাও আমরা চাই না।’

কয়রার কর্মীসম্মেলনে বিশেষ অতিথিছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীরসেক্রেটারি জেনারেল ও সাবেক এমপিঅধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয়সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলেরপরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয়কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলেরসহকারী পরিচালক মাওলানা আবুল কালামআজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ওখুলনা জেলা আমীর মাওলানা এমরানহুসাইন, সাতক্ষীরা জেলা আমীর মাওলানাশহিদুল ইসলাম মুকুল।

উপজেলা আমীর মাওলানা মোক্তারহোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারিমাওলানা শেখ সিরাজুল ইসলামেরপরিচালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন খুলনাসেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, খুলনামহানগরী সেক্রেটারি এডভোকেট শেখজাহাঙ্গীর হোসাইন হেলাল, জেলা সহকারীসেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, এডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যাপকমিয়া গোলাম কুদ্দুস, অধ্যক্ষ গাওসুল আযমহাদী, খুলনা উত্তর জেলা ছাত্রশিবিরেরসভাপতি বেলাল হোসাইন রিয়াদ ওসেক্রেটারি আবু ইউসুফ ফকির।

পাইকগাছার পথসভায় বিশেষ অতিথিছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীরসেক্রেটারি জেনারেল ও সাবেক এমপিঅধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয়সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলেরপরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, সাবেকসংসদ সদস্য অধ্যক্ষ শাহ মুহাম্মদ রুহুলকুদ্দুস, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনাঅঞ্চলের সহকারী পরিচালক মাওলানাআবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসেশূরার সদস্য ও খুলনা জেলা আমীরমাওলানা এমরান হুসাইন, সাতক্ষীরা জেলাআমীর মাওলানা শহিদুল ইসলাম মুকুল।

পাইকগাছার সমাবেশে সভাপতিত্ব করেনউপজেলা জামায়াত আমীর মাওলানাশাহীদুর রহমান ও আঠারোমাইলেরপথসভায় সভাপতিত্ব করেন, ডুমুরিয়াউপজেলা আমীর মাওলানা মোক্তারহোসাইন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!