অনলাইন ডেস্ক:
বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে লাগা আগুন নেভানোর কাজ করতে গিয়ে রাস্তা পারাপারের সময় তেজগাঁও ফায়ার সার্ভিস টিমের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ৭টার দিকে ঘটনাস্থল থেকে ব্রিফিংয়ের সময় এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল।
নিহত ফায়ার সার্ভিস কর্মীর নাম মোঃ সোহানুর জামান নয়ন। তিনি রংপুরের মিঠাপুকুর থানার আটপনিয়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। এ ঘটনায় হাবিবুর রহমান নামে আরও একজন আহত হয়েছেন।
ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, আগুন নেভানোর কাজ করার সময় সড়কে ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের একজন কর্মী নিহত হয়েছেন।
তিনি বলেন, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সোহানুর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আজ বাদ জোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর হেডকোয়ার্টারে (বঙ্গবাজারের বিপরীতে) সোহানুর জামান নয়নের জানাজা অনুষ্ঠিত হবে জানা গেছে।
এদিকে, বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটের দিকে অগ্নিনির্বাপক বাহিনী বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার।
সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। মোট ১৯টি ইউনিটের ৬ ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর আজ সকাল ৮টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।
Leave a Reply