মসিহ কুটিরে প্রার্থনা, প্রৈরিতিক বিশ্বাস- সূত্র, সঙ্গীত, স্বাস্থ্য পাঠ ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রাম ইউনিটের অধিনায়ক লে. কর্নেল গালিব বিন আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন এপোজেল লায়লা সরকার।
এতে বাংলাদেশ সেনাবাহিনীর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ সারাফাত, হার্ভেস্টার চার্চ বাংলাদেশের চেয়ারম্যান ইভাঞ্জেলিষ্ট ইমরান সরকার, শিমিয়ন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
উৎসব উপলক্ষে জেলার খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ তাদের বাড়িঘর ও গির্জাগুলো আলোকসজ্জা করে। রাতভর আতশবাজিসহ লালবাতি প্রজ্বলিত হয় রাতভর।
Leave a Reply