স্পোর্টস ডেস্ক:
এই খবরটি পডকাস্টে শুনুনঃ
অস্ট্রেলিয়া-ভারতের মধ্যে চলছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ। সিরিজের শেষ দুই ম্যাচে আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অস্ট্রেলিয়া-ভারতের চতুর্থ টেস্ট শুরু হবে বড়দিনের পরের দিন। বৃহস্পতিবারের ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন সৈকত। ৩ জানুয়ারি সিডনিতে শুরু হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট। সেই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন ৪৮ বর্ষী সৈকত।
সবশেষ ডারবানে শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকা ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব সামলেছেন সৈকত। ভারতের মাটিতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ৬টি ম্যাচ পরিচালনা করেছেন। নারী বিশ্বকাপে দায়িত্বে নিয়মিত মুখ ছিলেন বাংলাদেশের এ আম্পায়ার।
২০০৬ সাল থেকে সৈকত আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলে ছিলেন। ২০১০ সালে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজে প্রথম আম্পারিংয়ের দায়িত্ব পান। অন-ফিল্ড আম্পায়ার হিসেবে ১০টি টেস্ট, ৬৩টি ওয়ানডে ও ৫২টি টি-টুয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন সৈকত। ১৫ টেস্টে দায়িত্ব পালন করেছেন আইসিসির এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে।
Leave a Reply