কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
মেঘনা নদীর চাঁদপুরের হাইমচর এলাকায় মালবাহী লাইটার জাহাজ আল-বাখেরার সাত সদস্যের মৃত্যুর ঘটনায় জাহাজেরই সাবেক কর্মচারী আকাশ মণ্ডল ওরফে ইরফান নামে একজনকে বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস টিবিএসকে জানান, দীর্ঘদিন ধরে বেতন ভাতা না পাওয়া ও দুর্ব্যবহারের ক্ষোভ থেকে আকাশ মণ্ডল জাহাজের মাস্টার গোলাম কিবরিয়াসহ সবাইকে হত্যা করেন।
তিনি আরও জানান, হত্যার আগে সবাইকে অচেতন করার জন্য খাবারের মধ্যে ঘুমের ওষুধ মেশান আকাশ মণ্ডল ওরফে ইরফান। তবে মাস্টার গোলাম কিবরিয়াকে হত্যার সময় অন্যরা দেখে ফেলায় জাহাজের বাকি সবাইকে হত্যা করেন তিনি (ইরফান)।
র্যাব-১১ কুমিল্লার সিপিসি-২ কার্যালয়ে আজ এক সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব।
উল্লেখ্য, সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে মেঘনা নদীর চাঁদপুরের হাইমচর এলাকায় মালবাহী লাইটার জাহাজ আল-বাকিরা থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌ পুলিশ। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জন মারা যান। একজন বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। জাহাজটিতে মোট ৮ জন মানুষ ছিলেন বলে জানিয়েছিল পুলিশ।
খুন হওয়া ব্যক্তিরা হলেন- মাস্টার গোলাম কিবরিয়া, গ্রিজার সজিবুল ইসলাম, লস্কর মাজেদুল ইসলাম, শেখ সবুজ, আমিনুর মুন্সী, ইঞ্জিন চালক সালাউদ্দিন ও বাবুর্চি রানা কাজী। এছাড়া সুকানি জুয়েল নামে একজন আহত হয়েছেন।
Leave a Reply