ফরিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নে জন্মনিবন্ধন সনদ জালিয়াতির অভিযোগে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) মিনারুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত সোমবার রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার জেনারেল সামিউল ইসলাম রাহাদ স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে বলা হয়, দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ১৫-২০ অক্টোবরের মধ্যে চরশৌলমারী ইউনিয়নে প্রায় ৪৫০-৪৬০টি অবৈধ জন্মনিবন্ধন সনদ তৈরি করা হয়েছে।
অভিযোগ রয়েছে যে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অ্যাকাউন্টের মোবাইল নম্বর ও পাসওয়ার্ড পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা মিনারুল হক এসব সনদ তৈরি করেন।
এ ঘটনায় কুড়িগ্রাম জেলা প্রশাসককে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, স্থানীয় সরকার বিভাগ এ ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমানের ভূমিকা সম্পর্কেও তদন্ত করার উদ্যোগ গ্রহন করেছেন।
এ বিষয়ে প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে, এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
Leave a Reply