নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামে নিম্ন আয়ের মানুষের জীবন মান উন্নয়নে আর্থিক সহযোগিতার পাশাপাশি পরিবারের খাবার সংকট উত্তরণে ফুড ব্যাংক কর্মসূচি চালু করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ।ফলে আর্থিক সংকট মোকাবেলার পাশাপাশি নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার সংকট দুর হচ্ছে বলে জানান সুবিধা ভোগীরা।ইসলামিক রিলিফ বাংলাদেশ এর এমন উদ্যোগে খুশি প্রতিষ্ঠানটির সুবিধা ভোগী মানুষজন।
জানা গেছে,ইসলামিক রিলিফ বাংলাদেশ সংস্থাটি ফুড ব্যাংক কর্মসূচি চালুর নিমিত্তে জেলার বিভিন্ন উপজেলার পাশাপাশি সদর উপজেলার ৮ ইউনিয়নে ১৩০ টি স্বনির্ভর দলের ৩২৫০ টি পরিবারকে ৬৫০০ কেজি চাল বিতরণ করেছে।পরিবারের সদস্যদের সঞ্চয় বাড়ানোর উদ্দেশ্যে সুবিধা ভোগীদের মাঝে ফুড ব্যাংক চালু করার এমন ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুশীল সমাজ।
কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের সুবিধা ভোগী আনোয়ারা বেগমের জানান,পরিবারে আর্থিক সংকট অথবা খাবারের অভাব দেখা দিলে প্রতিবেশি স্বজনরা একে অপরের ধার কর্জ দিয়ে পাশে দাড়াতো, এখন সেই রীতি উঠে গেছে।ইসলামিক রিলিফ বাংলাদেশ ফুড ব্যাংক কর্মসূচি চালু করে পুরোনো ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুললো।নিঃসন্দেহে এটি আমাদের নিম্ন আয়ের পেশাজীবি মানুষের কাজে লাগবে।
আরেক সুবিধা ভোগী রেহেনা বেগম বলেন,ইসলামিক রিলিফ বাংলাদেশ এর ফুড ব্যাংক কর্মসূচি চালু হওয়ায় আমরা স্বনির্ভর হওয়ার পাশাপাশি নিজের মধ্যে সামাজিক বন্ধন ও পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় হলো।
ইসলামিক রিলিফ বাংলাদেশ কুড়িগ্রাম অফিসের প্রকল্প কর্মকর্তা মোঃ মমিনুর রহমান বলেন, সুবিধা ভোগী সদস্যদের আর ধার দেনা করার দুঃশ্চিন্তা আর নেই।এর আগে পরিবারের আয় বর্ধনমুলক কাজের জন্য প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা দেয়া হয়েছে।এছাড়া বর্তমানে সংস্থাটি থেকে ফুড ব্যাংক পরিচালনার উদ্দেশ্যে এক কালীন চাল বিতরন করা হলো। সদস্যরা প্রতিদিন নিজেদের খাবারের মুষ্টি চাল ফুড ব্যাংকে রাখবে। এতে কোন পরিবার খাবার সংকটে পরলে ফুড ব্যাংক থেকে চাল ধার নিতে পারবে।পরবর্তীতে ধার নেয়া চাল পরিশোধ করতে হবে বলে জানান তিনি।
ইসলামিক রিলিফ বাংলাদেশ এর ফুড ব্যাংক কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা মোঃ মমিনুর রহমান, সহকারী প্রকল্প কর্মকর্তা সলোমন ম্রং, ঘোগাদহ ইউনিয়ন সম্পাদক মোঃ আইয়ুব আলী ও কমিউনিটি অর্গানাইজার স্বরস্বতী রানী।
Leave a Reply