নিজস্ব প্রতিবেদক:
দারিদ্র বিমােচন জনকল্যাণ প্রকল্পের আওতায় কুড়িগ্রামে শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল, ঢেউটিন ও টিউবওয়ল বিতরণ করা হয়েছে।
সােমবার কুড়িগ্রাম জেলা শহরের তালতলা এলাকায় প্রকল্প কার্যালয় এসব বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দারিদ্র বিমােচন জনকল্যাণ প্রকল্পের পরিচালক রঞ্জু সরকার, কুড়িগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি তারিক নাজমুল রোকন, ইঞ্জিনিয়ার রতন আলি, দারিদ্র বিমােচন জনকল্যাণ প্রকল্পের কুড়িগ্রাম জেলার ডিপুটি প্রজেক্ট কাে-অর্ডিনেটর রাশেদুল ইসলাম, জেলা এডমিন অফিসার রিয়াদ হাসান, উলিপুর থানার কাে-অর্ডিনেটর একেএম নাজমুল হুদা নয়ন, জেলা অডিট অফিসার মাে: জুয়েল রানা,লাঞ্জু সরকার, দারিদ্র বিমাচন জনকল্যাণ প্রকল্পের হস্ত ও কুটির শিল্প প্রশিক্ষণ পরিচালক আসমানী আক্তার মনিরা প্রমূখ।দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্পের কর্মকর্তারা জানান জেলার নয় উপজেলায় এসব কার্যক্রম চলমান থাকবে।
Leave a Reply