স্টাফ রিপোর্টার:
রৌমারী উপজেলার সিএনজি স্ট্যান্ড থেকে ১৪ কেজি গাঁজাসহ মোছা. মনি আক্তার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে করেছে রৌমারী থানা পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজলার সিএনজি স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদকব্যবসায়ী ঢাকা মহানগর পল্লবী থানার বাসিন্দা বলে জানা যায়।
রৌমারী সিএনজি স্ট্যান্ড এর সিএনজি গাড়ির মালিক শাহীন জানায়, দুপুরে দিকে ৩/৪টি ব্যাগ সহ একজন মহিলা আসে, তার সাথে কথা বলে জানা যায় সে জামালপুর যাবে। কিন্তু তার ব্যাগ দেখে আমাদের স্ট্যান্ডের লোকজনের সন্দেহ হয় পরে আমরা তার ব্যাগ চেক করে গাঁজা পাই। আমরা রৌমারী থানায় কল করে বলি গাঁজা সহ এক মহিলা আটক করেছি।
রৌমারী থানা ওসি সহ পুলিশের একটি টিম এসে মাদক কারবারি মোছা. মনি আক্তার (৩০) কে গ্রেফতার করে রৌমারী থানায় নিয়ে যায়।
এ বিষয়ে রৌমারী থানায় অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, রৌমারী থানায় গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে রৌমারী থানা পুলিশের আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।
Leave a Reply