নিজস্ব প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে অসহায় দুঃস্থ মানুষের মাঝে শতাধিক শীতের লেপ বিতরণ করেছে স্থানীয় এক এনজিও। গতকাল সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর গ্রামে স্থানীয় এনজিও সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট কুড়িগ্রাম (সিএসডিকে) এর আয়োজনে, ন্যাশনাল চর অ্যালায়েন্স ও উন্নয়ন সমন্বয়, ঢাকার সহযোগিতায় অসহায় দুঃস্থ শতাধীন মানুষের মাঝে লেপ বিতরণ করা হয়।
এ লেপ বিতরণে উপস্থিত ছিলেন, সিএসডিকে এনজিওর নির্বাহী পরিচালক আবু হানিফ মাষ্টার, সহকারী পরিচালক হারুনঅর রশিদ, ইউপি সদস্য শাহ আলোম, সোহেল, রিপন, শাকিলসহ স্থানীয় অনেকেই উপস্থিত ছিলেন।
Leave a Reply