কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম শহরের সুইপার কলোনিতে বিশেষ অভিযান পরিচালনা করে হরিজন সূর্য (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস টিম।
সোমবার (২৩ ডিসেম্বর) মাঝরাতে এই অভিযান চালিয়ে ৪৬ পিচ নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করে কুড়িগ্রাম সদর থানায় সোপর্দ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান পরিচালনা করে। পরে গ্রেফতারকৃত হরিজন সূর্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়। এছাড়াও স্থানীয় অন্যান্য মাদক কারবারিদেরকে পলাতক হিসেবে এজাহারভুক্ত করা হয়েছে।
দেশ থেকে মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে একযোগে কাজ করে আসছেন। কুড়িগ্রাম সদর থানার তদন্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান আসামীকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply