নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুড়িগ্রাম জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ (২৩ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন করা হয়েছে।
নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান মোস্তফা ও সদস্য সচিব হিসেবে আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদকে মনোনীত করা হয়েছে।
০৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটিতে শফিকুল ইসলাম বেবু –১ নং যুগ্ম আহ্বায়ক, হাসিনুর রহমান হাসিব – ২ নং যুগ্ম আহ্বায়ক, তাসভীর উল ইসলাম – সদস্য পদে মনোনীত হয়েছেন।
নতুন কমিটি কুড়িগ্রামে বিএনপির কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার জন্য কাজ করবে। দলের নেতারা আশা প্রকাশ করেছেন, এই কমিটি কুড়িগ্রামে বিএনপির সংগঠন এবং কার্যক্রমকে আরও শক্তিশালী করবে, পাশাপাশি জনগণের মধ্যে বিএনপির প্রতি সমর্থন ও আস্থা বাড়াবে।
এছাড়া, নবগঠিত কমিটি আগামী দিনে দলের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে কাজ করবে, এবং কুড়িগ্রামের রাজনীতিতে বিএনপির প্রভাব আরো দৃঢ় করবে বলে আশাবাদী স্থানীয় নেতাকর্মীরা।
Leave a Reply