অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক বি,এম কুদরাত ই খুদার সভাপতিত্বে এসময় বিভিন্ন গুরুত্বপূর্ণ মত ব্যক্ত করেন সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মির্জা নাসির উদ্দিন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী শফিকুর রহমান, সাংবাদিক আশরাফুল হক রুবেল, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান কবির লিখনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ। এসময় বক্তারা চরের মানুষের জীবন যাত্রা, যোগাযোগ, উন্নয়ন, নদীভাঙ্গন, কৃষি, শিক্ষা, চিকিৎসা নিয়ে আলোকপাত করেন।
কুড়িগ্রামে ৪২০টিরও বেশি চরে ৬ লক্ষাধিক মানুষ বসবাস করেন। জেলার উন্নয়নে নদীভাঙ্গন ও চর একটি বড় বাধা। সেক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের আদলে যদি চর বিষয়ক মন্ত্রণালয় গঠনে সরকার অনুমতি বা অনুমোদন পাওয়া যায় সেক্ষেত্রে শুধু কুড়িগ্রাম নয় সারাদেশের চরবাসীর জীবন যাত্রার মানে উন্নযন ঘটবে বলে অনুষ্ঠানে বক্তারা প্রত্যাশা করেন।
Leave a Reply