আতিকুর রহমান,বিশেষ প্রতিনিধিঃ
সোনালী ব্যাংক পিএলসি‚ নাগেশ্বরী উপজেলা শাখার আয়োজনে শ্রেণীকৃত ও অবোপনকৃত ঋণ আদায় মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২২ ডিসেম্বর সকাল ১০টায় পৌরসভা চত্ত্বরে মেলার উদ্বোধন করা হয়। মেলায় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের সকল সদস্যরা তারা পুরাতন ঋণ পরিশোধ করে।
সোনালী ব্যাংক নাগেশ্বরী শাখার-ম্যানেজার মোঃ এরশাদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন‚ সোনালী ব্যাংক পিএলসি রংপুর অফিসের জেনারেল ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম‚ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন‚ কুড়িগ্রাম প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল বারেক চৌধুরী প্রমূখ।
বক্তব্যে বক্তারা বলেন‚ ‘‘আমরা সব সময় মানুষ এবং দেশের জন্যই কাজ করি। আপনাদের যাদের পুরাতন ঋণ পরিশোধ করে এবার নতুন করে ঋণ নিন। আপনারা আছেন বলেই সোনালী ব্যাংক টিকে আছে। সোনালী ব্যাংক এগিয়ে যাওয়া পিছনে গ্রাহকদের অনেক অবদান আঋে তা ভুলার মতো নয়। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এভাবেই সোনালী ব্যাংকের সাথে জড়িত থাকবেন বলে আমরা মনে করছি।’’
Leave a Reply