1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ফুলবাড়ীতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিএনপি নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ চাইছে: নাহিদ ইসলাম বিশ্বের প্রথম উড়ন্ত বৈদ্যুতিক বাইক উন্মোচন করা হলো যুক্তরাষ্ট্রে রৌমারী থেকে ঢাকায় পাচারকালে শেরপুর থেকে প্রায় ৯ হাজার মাধ্যমিকের বই জব্দ করেছে পুলিশ কুড়িগ্রামে ত্রৈমাসিক জেন্ডার সমতা ও জলবায়ু জোট(GECA) সভা অনুষ্ঠিত ট্রাম্প কি জন্মসূত্রে নাগরিকত্ব আইন বন্ধ করতে পারবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠক, বাংলাদেশ নিয়ে আলোচনা ১৬ বছর পর মুক্তি পেলেন ৩ বিডিআর জওয়ান, জামিন পাবেন আরও ১২৩ জন রাজারহাটে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন কুড়িগ্রামে অঙ্গীভূত আনসার সদস্যদের মাঝে কম্বল বিতরণ

জাবির আয়োজনে ‘Climate Change And Adaptation Pathways: Perspectives From Vulnerable Ethnic Communities’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২৭ বার পড়া হয়েছে

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) আয়োজনে ‘Climate Change And Adaptation Pathways: Perspectives From Vulnerable Ethnic Communities’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২১ ডিসেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের আয়োজনে আজ সকাল সাড়ে দশটায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বক্তব্য রাখেন।

উপাচার্য বলেন, নীতি নির্ধারণের ক্ষেত্রে সভ্যতার সকল বৈচিত্র্যকে বিবেচনায় নিতে হবে । এথনিক্যাল মাইনোরটিদের জন্য কোনো নীতি তৈরি করতে হলে, তাদের সাথে সহাবস্থান করা অন্য জাতিস্বত্তাকেও বিবেচনায় আনতে হবে, সেটা না করা হলে বাস্তুতান্ত্রিক বিবেচনায় কর্মপন্থা টেকসই হবে না। এমনভাবে টেকসই উন্নয়ন করতে হবে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়। আমাদের সমাজে বসবাসযোগ্য সকল প্রাণ ও প্রাণহীন অংশীজনের বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে এগোতে হবে। কারণ সবারই মূল্য আছে এবং কর্তব্যই মূল্য নির্ধারণ করে দেয়।

সমাজবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শামছুল আলম সেমিনারে সভাপতিত্ব করেন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একাডেমিয়া ও নীতিনির্ধারকদের মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি গবেষণা বহুমুখী করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. শামছুল আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন গবেষণা প্রকল্পের পরিচালক ও নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান, জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ রফিকুল ইসলাম, বিএআরসিআইকে এর পরিচালক পাভেল পার্থ এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এস. এম. ইমরুল হাসান প্রমুখ।

সেমিনারে দু’টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। ‘Traditional Ecological Knowledge To Fight Climate Induced Disasters : Lessons Learned From Rakhine Community In The Coastal Areas of Bangladesh’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ সাজেদুর রহমান এবং Climate Change Induced Livelihood Vulnerability And Adaptation Mechanisms of Manipuri Ethnic Community in Bangladesh শীর্ষক প্রবন্ধ উপস্থাপন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান।

সেমিনারে দেশের সমতল অঞ্চলের ক্ষুদ্র নৃ গোষ্ঠীর জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং তাদের জন্য সংস্কৃতিবান্ধব অভিযোজন পথ নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। সেমিনারের শেষে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা গবেষণালব্ধ তথ্য নিয়ে আলোচনা এবং নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!