1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
কুড়িগ্রাম-৪ আসনে জিয়া পরিবার থেকে নির্বাচনের দাবি যুবদল নেতা পলাশের রৌমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির লিফলেট বিতরণ রাজারহাটে জাতীয় বিজ্ঞান মেলার উদ্ধোধন ফুলবাড়ীর অপহৃত মেয়ে ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেফতার- ২ কুড়িগ্রামে আ.লীগের দুই নেতা গ্রেফতার কোনো ধরনের শত্রুতা কারও পক্ষে ভালো নয়: বাংলাদেশ নিয়ে ভারতের সেনাপ্রধান এইচএমপিভি ভাইরাস প্রতিরোধে বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে নির্দেশনা ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময়ে রাজারহাটের একজন গ্রেফতার  ফুলবাড়ীতে অপহৃত মাদ্রাসা ছাত্রী ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার কুড়িগ্রামে চর উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় চাই নাগরিক সংলাপ অনুষ্ঠিত

উলিপুরে ব্যবসায়ীর ৭টি মহিষ ছিনতাই

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 

কুড়িগ্রামের উলিপুরে এক ব্যবসায়ীর ৭টি মহিষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের সুরিরডারা নামক এলাকায়। এবিষয়ে মহিষ ব্যবসায়ী বাদি হয়ে ১জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্ধে শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে থানায় মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলার কাহারোল উপজেলার রসুলপুর এলাকার মতিবুর রহমানের ছেলে রুবেল ইসলাম (৩০) পেশায় মহিষ ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন থেকে কুড়িগ্রামের রৌমারী থেকে মহিষ ক্রয় করে দিনাজপুরে নিয়ে বিক্রি করে আসছেন।একপযায়ে বৃহস্পতিবার ছোট-বড় ৭টি মহিষ ক্রয় করে রৌমারী থেকে নৌকা যোগে চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট নৌকাঘাটে পৌছেন। এরপর ওইদিন রাতে পিকআপ (ঢাকা মেট্রো-ক-২৩-২৮১৬) যোগে দিনাজপুরের উদেশ্যে রওনা দেয়ার সময় ওই এলাকার লুৎফর রহমানের ছেলে আরিফ মিয়া (৩০)সহ কয়েকজন পিকআপের গতিরোধ করেন।

এরপর আরিফসহ বাকীরা ৭টি মহিষ ক্রয়ের চালান দেখতে চাইলে ওই ব্যবসায়ী তাদের চালান গুলো দেখালে তারা সেগুলো কেড়ে নিয়ে সটকে পড়েন। পরে ওই ব্যবসায়ীসহ পিকআপটি উলিপুর উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের সুরিরডারা নামক এলাকায় পৌছিলে আরিফসহ তার লোকজন আবারো পিকআপটি আটকিয়ে সবাইকে মারধর করে ৭টি মহিষ নিয়ে নিয়ে চলে যান। এর কিছুসময় পর ছিনতাইকারী আরিফের এক সহযোগি এসে পিকআপসহ চালককে নিয়ে উলিপুর বাজারের দিকে চলে যান। এ ঘটনায় রুবেল মিয়া উলিপুর থানাকে বিষয়টি অবগত করলে পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে উলিপুর স্টেডিয়ামের সামন থেকে খালি পিকআপটি উদ্ধার করেন। পরে রুবেল ইসলাম বাদী হয়ে শুক্রবার রাতেই আরিফ মিয়া সহ অজ্ঞাত ৩জনের বিরুদ্ধে উলিপুর থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট ঘাটের নয়াবোস চর এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় মহিষ ৭টি উদ্ধার করেন।

উলিপুর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, মহিষ ছিনাতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। মহিষগুলো থানা হেফাজতে রাখা রয়েছে। বিজ্ঞ আদালতের আদেশক্রমে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Kurigram Songbad © 2024. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!