এই বিমানবন্দরটি নির্মাণ হলে, এটি হংকং আন্তর্জাতিক বিমানবন্দর এবং জাপানের কানসাই বিমানবন্দরকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম দ্বীপের বিমানবন্দরের স্থান দখল করবে।
দালিয়ান বিমানবন্দর নির্মাণ প্রকল্পের প্রধান প্রকৌশলী লি শিয়াং জানান, প্রকল্পের কাজ খুবই চ্যালেঞ্জিং ছিল। বিশেষ করে এখানে মাটি পরীক্ষা এবং কাঠামোর মান নিয়ে বেশ সমস্যা ছিল।
৭ দশমিক ৫ মিলিয়ন জনসংখ্যার দালিয়ান শহরটি জাপান ও দক্ষিণ কোরিয়ার কাছে থাকার কারণে একটি গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র হিসেবে পরিচিত। তাধিক বছর ধরে চালু এই শহরের বিদ্যমান ঝোশুইজি বিমানবন্দর, বর্তমানে তার পূর্ণ ক্ষমতায় পৌঁছেছে।
চীন নতুন বিমানবন্দর নির্মাণের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় বিমানযাত্রার বাজারে পরিণত হওয়ার পথে রয়েছে। ২০১৯ সালে বেইজিংয়ের দাক্সিং বিমানবন্দর উদ্বোধন হয়েছিল এবং চীনের কর্মকর্তারা জানিয়েছেন, ২০৩৫ সালের মধ্যে দেশটির মোট বিমানবন্দর সংখ্যা হবে ৪৫০টি।
Leave a Reply