আমির ফয়সাল,ভুরুঙ্গামারী প্রতিনিধি:
ভুরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মাহমুদুর রহমান রোজেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম ফেরদৌস। এতে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম, মরহুমের ছোট ভাই মাহবুবুর রহমান হিমু, রাসিদুর রহমান মুন এবং আন্ধারিঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ আলী প্রমুখ।
উল্লেখ্য, চারবারের নির্বাচিত সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মাহমুদুর রহমান রোজেন গত ৩ ডিসেম্বর রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
Leave a Reply